হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শিশু দিবস পালন জঙ্গিপুরে, সাথে আইনি সচেতনতা

আবদুস সামাদ জঙ্গিপুর:-শিশুরাই দেশের ভবিষ্যত, নবজাগরণে শিশুরাই আগামীর আলো। এই বার্তাকে মাথায় রেখে ভারতে প্রতিবছর ১৪ই নভেম্বর পালিত হয় ‘শিশু দিবস’। শিশুদের আলোর পথে উজ্জীবিত করতে এবং তাদের অধিকার, সুরক্ষা ও শিক্ষার প্রতি জোর দিতে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। তবে, শুধুমাত্র শিশুদের উদ্দেশেই এই দিনটি উদযাপন করা হয় না, এই দিনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও স্মরণ করা হয়, কারণ ১৪ নভেম্বর তাঁর জন্মদিন।

    পন্ডিত জওহরলাল নেহরু ১৮৮৯ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। শিশুদের প্রতি তাঁর গভীর স্নেহ ও ভালোবাসার কথা আমরা প্রত্যেকেই জানি। তাঁর শিশুদের প্রতি ছিল অদম্য স্নেহ ও ভালবাসা। যে কারণে তিনি ‘চাচা নেহেরু’ নামেও পরিচিত ছিলেন। তিনি বলেছিলেন ‘শিশুরাই দেশের ভবিষ্যত’। তিনি সর্বদা শিশুদের শিক্ষা ও কল্যাণের উপর জোর দিতেন। তাই তাঁকে স্মরণ করে প্রতিবছর তাঁর জন্মদিনেই ভারতে পালিত হয় ‘শিশু দিবস’। তেমনি আজ এই শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন শিশু দিবস উদযাপন করলেন জঙ্গিপুরে। আজকের এই অনুষ্ঠানে শিশুদের হাতে স্কুল কিটস তুলে দেওয়া হয়। কারণ শিশুরাই আগামীর ভবিষৎ তাদের কে সঠিক শিক্ষাই শিক্ষিত করে গড়ে তোলাই মূল লক্ষ্য। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আইনি সচেতনতা ও বিশিষ্ট জনদের সম্বর্ধনা প্রদান করা হয়। আজকের এই শিশু দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা উসমান আজিজ,অন্যতম দায়িত্ত্ব শীল জাহেরা মুর্শেদ,মোহাম্মদ ইউসুফ,মুসলেউদ্দিন মাজহারী সহ একাধিক সদস্য ও সদস্যা।কিন্তু, আজও দেশের কোথাও কোথাও অবহেলিত থেকে যাচ্ছে শিশুরা, শিশু শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের। হাতে বইয়ের পরিবর্তে তুলে দেওয়া হচ্ছে নানান কাজের সামগ্রী। তাই, এই শিশু দিবসে প্রত্যেক শিশুকে স্কুল মুখি করতে হবে, শিক্ষার আলোয় উজ্বল করতে হবে তাদের ভবিষ্যত, দেখাতে হবে সঠিক পথ, তবেই সফল হবে শিশু দিবস পালন, সফল হবে পন্ডিত নেহেরুর স্বপ্ন।