|
---|
নিজস্ব সংবাদদাতা :আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর সূত্রে কাশ্মীরে চিল্লা ই কালান চলবে। চিল্লা ই কালানের স্থায়িত্ব থাকবে বেশ কিছুদিন। ভয়ংকর ঠান্ডার মধ্যে কাশ্মীরকে কাটাতে হবে। সেই পূর্বাভাস মিলে গেছে। প্রচন্ড ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ কাশ্মীর। বৃহস্পতিবার মধ্যরাতে তাপমাত্রা হিমাঙ্কের থেকে ৬.৪ ডিগ্রি নিচে নেমে যায়। ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রসঙ্গত একটি ভিডিও সামনে এসেছে ,ভিডিওতে দেখা যাচ্ছে পাইপ থেকে জলের বদলে বরফ বের হচ্ছে। হ্যাঁ এরকম ভয়ানক শীতলতম দিনরাত কাটাচ্ছে ভূস্বর্গ কাশ্মীর। তীব্র জলসংকটে ভুগতে হচ্ছে বাসিন্দাদের। জলের পাইপের থেকে জলের বদলে বরফ বের হচ্ছে।