|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: ছিনতায়ের উদ্দেশ্যে জ্বরো হলেও পুলিশের জালে ধরা পড়লো এক ছিনতাইবাজ। মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম ইংরেজবাজার এর খাশিমাড়ী স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত ওই ছিনতাইবাজ গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান একটি কার্তুজ। ধৃত ওই ছিনতাইবাজের নাম সঞ্জয় ঘোষ বয়স 35 বছর ।তার বাড়ি ইংরেজবাজার থানার খাশিমাড়ী জোকাহা এলাকায়। বুধবার দুপুরে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান অভিযুক্ত সঞ্জয় ঘোষ এর আগেও একাধিক ছিনতাই এর ঘটনাই যুক্ত ছিল। অভিযুক্ত এবং তার সঙ্গে একটি টিম তারা হাই রোডের উপরে ছিনতাইয়ের ঘটনায় এর আগেও করেছে। সেদিন রাতেও তাদের একটি টিম খাশিমাড়ী স্ট্যান্ডে জড়ো হওয়ার কথা ছিল ।কোন ছিনতাইয়ের ঘটনার তাদের উদ্দেশ্য ছিল। ইংরেজবাজার থানার টাউন বাবু রাকেশ বিশ্বাস তার নেতৃত্বে পুলিশের একটি টিম এলাকায় গিয়ে হাতেনাতে খাশিমাড়ী স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত সঞ্জয় ঘোষ কে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। তবে তার সাথে আর কারা যুক্ত ছিল কিনা সেই বিষয়ে পুলিশ অভিযুক্তকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছো।