|
---|
মহঃজামালউদ্দিন,সিউড়ী: শ্রী গুরু নিতাই চৈতন্য কে কেন্দ্র করে প্রত্যক বছরের ন্যায়,এই বছরেও অনুষ্ঠিত হল পানুড়িয়া সেই ভক্তি মূলকমেলা।,পূর্বের ন্যায় এই বছরে মেলায় মানুষ জনের ভিড় উপচে পড়েছিল। বাংলা ১০ই ফাল্গূন থেকে শুরু করে,সাতদিন ব্যাপি এই মেলা চলে।আজই ছিল তার অন্তিম দিন।এখানে মেলার প্রথম দিন থেকে শুরু করে সাতদিন ব্যাপি মধাহ্ন ভোজের ব্যাবস্থা থাকে,আশ্রামের মধৌ। প্রতেক দিন ৫ থেকে ৭ হাজার জন মানুষ মধাহ্ন ভোজন করে। স্থানীয় বাসীন্দা দের ভিড় উপচে পড়ে এই মেলায়।এই মেলায় সন্ধার দিকে শুরু হয়,ভক্তিমূলক গান,কীত্তন ও বাউল গান।এই মেলায় বিভিন্ন জন ,তারা তাদের দানের হাত বাড়িয়ে দিয়েছে। এই মেলায় অনুব্রত মণ্ডল ১০ হাজার টাকা দান করেছে ।এছাড়া এই মেলাকে স্থানীয় গ্ৰাম বাসীরা যতেষ্ট ভাবে সাহায্য করেছে।