|
---|
লুতুব আলি, ৯ জুন : চিত্তাঞ্জলি চারুকলা কেন্দ্রের রবীন্দ্র-নজরুল স্মরণ সন্ধ্যা অশোকনগরে। উত্তর২৪ পরগনার অশোকনগরে অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথ নজরুল স্মরণ সন্ধ্যা। আয়োজনে চিত্তাঞ্জলি চারুকলা কেন্দ্র। অনুষ্ঠানের প্রারম্ভে সংস্থার কর্ণধার সোনালী বসু পাল সকলকে স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম একাকার হয়ে আছেন। এই দুই কবির জীবন ও দর্শন নিয়ে অনুষ্ঠানে মনোজ্ঞ আলোচনা হয়। চিত্রাঞ্জলি চারুকলা কেন্দ্রের চিফ অ্যাডভাইসর দেবতরু দে কে অনুষ্ঠানে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। সংস্থার কর্ণধার সোনালী বসু পাল বলেন খুব অল্পদিনের ব্যবধানে অশোকনগর এলাকায় এই সংস্থাটি বিশেষভাবে ছাপ ফেলেছে। কবি নীলাঞ্জনা চক্রবর্তী বলেন, সংস্থাটির আন্তরিকতা মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানে মননশীল নাচ গান কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন অদ্রিজা পাল শুভদীপ দাস, শামীমা মন্ডল, ঋদ্ধিমান পাল, হিয়া মন্ডল, অঙ্কন মন্ডল, শ্রেয়ান মজুমদার, আহিরী বর্ধন, অনন্যা মণ্ডল, দেবনাথ, রাদি পাল, বিক্রম বিশ্বাস, সৃষ্টি সুর, দিপ সুর, তনুশ্রী নন্দী, অদ্রিজা নন্দী, রূপক রায়, মৌপিয়া বিট