বীরভূমের রাজনগর গ্রামীণ হাসপাতালে চোখের আলো নামে চক্ষু পরীক্ষন ও চশমা বিতরণ শিবির

নতুন গতি ওয়েব ডেস্ক:বীরভূমের রাজনগর গ্রামীণ হাসপাতালে চোখের আলো নামে চক্ষু পরীক্ষন ও চশমা বিতরণ শিবির আয়োজিত হল। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক আয়োজিত এই শিবিরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান এবং যাদের প্রয়োজন তাদেরকে বিনামূল্যে চশমা বিতরণ করা হলো। রাজনগর গ্রামীণ হাসপাতালের BMOH ডা: কুমারেশ ঘোষ ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা রোগীদের মধ্যে বিনামূল্যে চশমাগুলো তুলে দিলেন। এদিনের শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী তনময় মুখার্জি, পঞ্চায়েত সদস্য শেখ মানিক, সমাজসেবী সজল গড়াই, মোহাম্মদ শরীফ সহ অন্যান্যরা। শিবিরে আগত রোগীদের চক্ষু পরীক্ষা করলেন ডা: হেমন্ত কুমার পাল ও ডা: মোশারফ হোসেন।