চোখের জলে শিক্ষক বিদায় সংবর্ধনা

মোসাররাফ হোসেন : জঙ্গিপুর,‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’এই অমোঘ সত্যের কাছে হার মেনে আই.সি.আর হাই মাদ্রাসা পরিবার দুজন পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাকে চোখের জলে বিদায় সংবর্ধনা জানালো। মাননীয়া পার্শ্ব শিক্ষিকা মোসাম্মাৎ দিল আফরোজা খাতুন গত ৩১ শে মে অবসর গ্রহণ করেন এবং মাননীয় পার্শ্ব শিক্ষক মোঃ মফিজুদ্দিন গত ৩০ শে জুন অবসর গ্রহণ করেন। অত্র মাদ্রাসা আজকের দিনে এক মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করেন।

    পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শিক্ষার্থীরা পবিত্র কালামের নির্বাচিত অংশের বঙ্গানুবাদ,নাতে-রাসুল, গজল,শিক্ষক শিক্ষার্থীদের স্মৃতিচারণামূলক বক্তব্য, শিক্ষক বিদায় বিষয়ক কবিতা আবৃতি, নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত পরিবেশন করে। বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলেও পরিবেশ ছিল থমথমে। কারণ একদিকে প্রিয় দুইজন শিক্ষক-শিক্ষিকার বিদায়ের দিনে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের মন ভারাক্রান্ত অপরদিকে কালের নিয়মে শিক্ষক বিদায় নিচ্ছেন কিন্তু নতুনভাবে শিক্ষক নিয়োগ না হাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা অর্জন অনিশ্চিত হয়ে পড়ছে। ‘প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে/ কেঁদেছিলে একা তুমি, হেসেছিলো সবে/ এমন জীবন তুমি করিবে গঠন/ মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।’ মাদ্রাসার বিদায়ী দুজন শিক্ষক শিক্ষিকা তাঁদের সাধ্যমত প্রতিষ্ঠানে অবদান রেখেছেন। কিন্তু মহাকালের নিয়মে নতুনদের স্থান করে দিতে সবাইকে একদিন পরিচিত জায়গা ছেড়ে চলে যেতে হয়। আজকের এই বিদায়ী সভায় সভাপতির আসন অলংকৃত করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রশাসক তথা অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক,লালগোলা চক্র) শ্রীমতি নিবেদিতা ঘোষ মহাশয়া। শ্রীমতি নিবেদিতা ঘোষ মহাশয়া তাঁর বক্তব্যে মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করে বলেন ‘এই মাদ্রাসা থেকে ইতিপূর্বে ছাত্রছাত্রীরা বোর্ডে র‍্যাঙ্ক করেছে, আশা করছি তার ধারাবাহিকতা বজায় থাকবে। মাদ্রাসার এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। মাদ্রাসার পড়াশোনা ও মানোন্নয়নের ক্ষেত্রে আমার সার্বিক সহযোগিতা থাকবে।’