|
---|
সেখ সামসুদ্দিন, ১৫ আগস্টঃ ভারতের ৫৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ সেবা নিকেতন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট ট্রাস্ট এর উদ্যোগে নয়নিকা চক্ষু চিকিৎসা কেন্দ্রের সহযোগিতায় বিনামূল্যে উন্নত চক্ষু পরীক্ষা শিবির করা হয়। একই সঙ্গে পরিবেশকে সবুজায়ন করার লক্ষ্যে বৃক্ষরোপণ, বৃক্ষ চারা প্রদান ও এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, মেমারি সেন্ট্রাল পুজো কমিটির অন্যতম সদস্য সমরেন্দ্রনাথ দাশগুপ্ত, নয়নিকা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ দীপাঞ্জন সরকার ও চক্ষু হাসপাতালের অন্যতম সহযোগী অনিমা দেবনাথ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং অতিথিবর্গ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এদিন মেমারি পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অতিথিবর্গের চক্ষু পরীক্ষার মাধ্যমে চক্ষু পরীক্ষা শিবিরের সূচনা করা হয়।