|
---|
শাহাকামাল : আজ আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে আতিকুর রহমান চৌধুরীর কলামিষ্ট ও শিক্ষক ছিলেন। দীর্ঘদিন কঠিন রোগে ভুগছিলেন। তাঁর সঙ্গে আমাদের হৃদ্যতা সুগভীর ছিল। সাপ্তাহিক নতুন গতি পরিবারের সদস্য ছিলেন। নতুন গতির এক বাৎসরিক বন-ভোজনে আমরা প্রথম মুখোমুখি হই। উন্নত স্বভাব, মিশুকে গুনের অধিকারী ছিলেন। এখন থেকে তাঁর সাথে আমাদের স্মৃতিগুলো খোঁচা দেবে,কষ্ট দেবে পেশায় ছিলেন যোগ্যতর শিক্ষক। দক্ষ ও অভিজ্ঞ কলামিষ্ট রূপে তাঁর পরিচিতি ছিল। দৈনিক, সাপ্তাহিক ও সাময়িক পত্র-পত্রিকাগুলোতে লিখতেন। ফেসবুকেও প্রতিবেদন দিতেন। ইতিহাসকথন ও তার নিরিখে বর্তমানকে মাঝাঘষা করতে সুদক্ষ ছিলেন। প্রগাঢ় জ্ঞানের অধিকারী ছিলেন। বিশ্লেষণ ও বর্ণনা নির্ভর তাঁর লেখায় আমারা নিয়ত সমৃদ্ধ হতাম। তাঁর অবর্তমানে আমরা তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতে থাকবো আল্লাহ্ তাঁকে মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ ঠিকানা দান করুন।