|
---|
নতুন গতি প্রতিবেদক : শহরের দরজায় বসন্ত এসে গিয়েছে। আর সেই বসন্তকেই স্বাগত জানাতে গানে, কবিতায়, শিল্পের হাত ধরে এক অনন্য সন্ধার আয়ােজন করেছে সিটিজেন স্পিক ইন্ডিয়া। এই
সংগঠনের উদ্যোগে আগামী ৭ মার্চ কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ‘কোরাস ২০২০’। যেখানে মাথা উঁচু করে মুক্তমনে কথা বলার বাতাবরণ উদ্যাপিত হবে। এই অনুষ্ঠানের বিষয়ে অভিনেতা পরম্রত চট্টোপাধ্যায় বলছেন,
আমাদের দেশ এই মুহূর্তে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের চিন্তা-ভাবনা ও বক্তব্যগুলাে
শিল্পের মাধ্যমে প্রকাশ করার এটাই সঠিক সময়। বহু অভিনেতা, সঙ্গীতশিল্পী ও কবি এ সময়ের কথা তাঁদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলবেন।’ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অপর্ণা সেন, কৌশিক সেন, রূপম ইসলাম, অনুপম রায়, অনির্বাণ ভট্টাচার্য, জয় গােস্বামী,বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দেবজ্যোতি মিশ্র, শ্রীজাত, শ্রীকান্ত আচার্য ছাড়াও আরও অনেকে।