ছোট আঙারিয়া হত্যাকাণ্ডের বর্ষপূর্তি করল তৃণমূল কংগ্রেস

সেখ ইমরান,নতুন গতি,মেদিনীপুর:-
বাম আমলের চরম নৃশংস হত্যাকান্ডের জ্বলন্ত উদাহরণ গড়বেতার ছোট আঙারিয়া। ২০০১ সালের ৪ই জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বক্তার মন্ডলের বাড়ির মধ্যে জড়ো হয়ে বৈঠক করছিল। সেই সময় দুষ্কৃতীরা খবর পেয়ে ওই বাড়িটা ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেয় এবং পৈশাচিক ভাবে ৫ জন তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করে হত্যা করে।

বক্তার সহ তিন জন পালাতে সক্ষম হলেও বাকিদেরকে মুণ্ডচ্ছেদ করে নদীর চরে পুঁতে দিয়েছিল। অভিযোগের তির উঠে সিপিএমের দিকে। এই ঘটনাটি নিয়ে সিবিআই তদন্তও চলে। পরে উপযুক্ত সাক্ষীর অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস হয়ে যায়।
গতকাল সেই ছোট আঙারিয়া হত্যাকান্ডের বর্ষপূর্তি করল তৃণমূল কংগ্রেস। এদিন শহিদবেদিতে মাল্যদান করেন পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি। তিনি সিপিএমের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন আপনারা ঐক্যবদ্ধ হন। যারা একসময় সিপিএম ছিলো তারাই এখন গেরুয়াধারী হয়েছে। স্মরণসভায় উপস্থিত শহীদ পরিবারদের অর্থ, বস্ত্র খাবার প্রদান করা হয়। স্মরণসভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, গড়বেতার বিধায়ক আসিস চক্রবর্তী, জেলা যুব কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ বিশিষ্টরা। শনিবার তৃণমূল কংগ্রেস দলের সর্বাধিনায়িকা তথা মুখমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে ছোটো আঙারিয়ার শহীদদের শ্রদ্ধা জানান। সেই সঙ্গে ৩৪ বছরের বাম জামানায় রক্তস্নাত রাজনীতির বলি সমস্ত শহীদদের প্রণাম জানান।