|
---|
লুতুব আলি, বর্ধমান, ৭ নভেম্বর : বর্ধমান থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকা ছোটদের কথা র ৫০ বছর পূর্তি অনুষ্ঠান হল ৬ নভেম্বর বর্ধমান শহরের জাগরি সভা কক্ষে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সুবর্ণজয়ন্তী উৎসব কমিটির সভাপতি অধ্যাপক জ্যোতির্ময় ভট্টাচার্য। সকলকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক ও কার্যনির্বাহী সম্পাদক কল্পনা সুর এবং ধীরেন্দ্রনাথ সুর। ১৯৭২ সালের এক অস্থির সময়ের প্রেক্ষাপট থেকে এই পত্রিকা প্রকাশিত হওয়ায় এবং তার ধারাবাহিকতা বজায় থাকায় এদিনের অনুষ্ঠানে এ বিষয়ে বিশেষভাবে প্রশংসা করা হয়। ১৯৭২ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রকাশিত দুই শতাধিক কবির নির্বাচিত ছড়া কবিতা সংকলন ছোটদের কথা র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিশুর সাহিত্যে একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী। ছোটদের কথা র সুবর্ণ জয়ন্তী সম্মাননা প্রদান করা হয় শিল্পী অবি সরকারকে। সুবর্ণ জয়ন্তী শিশু কিশোর সাহিত্যিক পুরস্কার দেওয়া হয় প্রত্যুষা মন্ডল, সুদক্ষিণা মুখার্জি, অনন্যা দাস, সমৃদ্ধা মালিক, অভিষেক দাস কে। ধীরেন্দ্রনাথ সুর বলেন, ছোটদের কথা পত্রিকার মূল লক্ষ্যই ছোটদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ….. বিশ্বায়নের ভোগ সর্বস্ব আত্মকেন্দ্রিক একক পরিবার ভিত্তিক বর্তমান সামাজিক অবস্থায় শিশু কিশোর আজ মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছে ….. ডিজিটাল ইন্ডিয়া আর দরিদ্র ভারতে আজ সমাজবিখন্ডিত। এই পত্রিকার ৫০ বছর আগের প্রথম সংখ্যার থেকে লেখক, কবি, বর্ষীয়ান সাংবাদিক পরেশ ঘোষ বলেন, রাজ্যের মধ্যে মফস্বল থেকে সম্ভবত এই প্রথম ধারাবাহিকভাবে শিশুদের জন্য মননশীল পত্রিকা ছোটদের কথা। অনুষ্ঠানে কবিতা পাঠ ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. ঝর্না বর্মন, উন্মনাদরা ফারজানা, অমরেন্দ্র চক্রবর্তী, অরবিন্দ সরকার প্রমুখ। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানের শতাধিক কবি, সাহিত্যিক ও সংস্কৃতিমনস্ক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।