ছোট্ট জলছবি পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ।

শেখ সিরাজ ধনেখালি :-১৭নভেম্বর রবিবার হুগলি জেলা ধনিয়াখালি কেশবপুরে ছোটদের পত্রিকা ছোট্ট জলছবি শারদীয়া দীপাবলি সংখ্যা ২৯ বর্ষের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাব্রতী লেখিকা অমিয়া বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় ভান্ডারহাটি বালিকা বানী মন্দিরের প্রাক্তন শিক্ষিকা শেফালী ঘোষ আনুষ্ঠানিকভাবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন।সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় সাংবাদিক ও কবি শেখ সিরাজ বিশিষ্ট ঔপন্যাসিক ও গ্রন্থাগারিক শেখ জারিফুল হক, রবীন্দ্রনাথ মোদক, শুভ্রা ঘোষ সহ আরো অনেকে।

    অরূপ বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়।ঐদিন আয়োজিত অনুষ্ঠানে কথা গানে বক্তৃতায় সাহিত্য আলোচনা ও কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে।দুই শিশু শিল্পী চারুলতা হালদার ও চিত্রলেখা হালদার সুন্দর আবৃত্তি পরিবেশন করে।ছড়া ও কবিতা পাঠ করেন ছোট্ট জলছবির সম্পাদক রঞ্জিত হালদার শেখ সিরাজ, অমিয়া বন্দ্যোপাধ্যায়,শুভ্রা ঘোষ রাজিব মিত্র, প্রবীর দাস ঘোষ, মদন ঘোষ সিদ্ধার্থ মিত্র প্রমুখ।
    সুললিত কন্ঠে আবৃত্তি পরিবেশন করেন তারকেশ্বর উচ্চ মাধ্যমিক হাই স্কুলের শিক্ষক চন্দন হালদার,সুজাতা হালদার সহ আরো অনেকে।
    অনুগল্প পাঠ করেন রবীন্দ্রনাথ মোদক।পত্রিকা বিষয়ে সুন্দর আলোকপাত করেন ছোট্ট জলছবির সম্পাদক রঞ্জিত হালদার, সাহিত্যিক সেখ জারিফুল হক।
    সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালন করেন রঞ্জিত হালদার।