চৈত্রের শেষে বৈশাখের শুরুর সন্ধিক্ষণে

 

    বাবলু হাসান লস্কর,নতুন গতি, দক্ষিণ চব্বিশ পরগনা:শেষ চৈত্র মাস আর এই মাসের শেষ হওয়ার পর নূতন বছরের সূচনা । আর এই চৈত্র মাসের শেষে সংক্রান্তী চড়ক পূজার মাধ্যমে মেলার সূচনা আর এই মেলায় অংশ নিতে কচি-কাঁচারা ভীড় জমাচ্ছেন এলাকার মানুষ। এই মূহুর্তে শেষ হওয়ার 1427 বঙ্গাব্দ-বর্ষবরণ

    1428
    বছর শেষে ঝরাপাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেছে হাওয়ার সাথে সাথে, নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন কে অভ্যর্থনা, নূতনের আহবানের মধ্য দিয়েই আমাদের মাঝে আসতে চলছে নূতন বছরের শুভেচ্ছা ও অভিনন্দনে সেজে ওঠার ভাবনা।