|
---|
সেখ সামসুদ্দিন : চৌবেড়িয়া সানরাইজ ক্লাবের তরুণ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আজ চৌবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সহযোগিতায় শ্রী সারদা কল্যাণ খড়দা। সারদা কল্যাণের সম্পাদিকা লেখনী সিংহ রায় সম্পূর্ণ অনুষ্ঠান যজ্ঞের পুরভাগে ছিলেন। শিবিরে উপস্থিত সকল মানুষ কোভিড-১৯ এর সমস্ত সরকারি নিয়মাবলী মেনে এসেছিলেন। প্রত্যেকের শিবিরে ঢোকার আগে তাপমাত্রা পরীক্ষা এবং হাত স্যানিটাইজ করা হয় এবং প্রত্যেককে মাস্ক দেওয়া হয়। আজকের শিবিরে ৩৬ জন মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় অভিজ্ঞ ডাক্তারের দ্বারা, তার মধ্যে ৪ জনের চোখে ছানি থাকার জন্য আগামী মাসে কলকাতার সুশ্রুতে বিনামূল্যে অপারেশন করা হবে। ১৩ জনকে নূন্যতম মূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়াও ৫০ জন দরিদ্র মানুষকে কম্বল এবং ১০ জন মানুষকে মশারী প্রদান করা হয়।