কিংস ইলেভেন পাঞ্জাব কে পরপর পাঁচটি ম্যাচ জিতিয়ে আইপিএলে নিজের এক হাজার রান পূর্ণ করলো “ক্রিস গেইল

নতুন গতি ওয়েব ডেস্ক: পরপর পাঁচটি ম্যাচ জিতে আইপিএলে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর এই ঘুরে দাড়ানোর অন্যতম কারিগর দলের ক্যারিবিয়ান মহাতারকা ক্রিস গেইল। সোমবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাব আট উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এই ম্যাচে ২৯ বলে, পাঁচটি ছক্কা ও দুটি চারের সাহায্যে গেইল ৫১ রানের ধামাকেদার ইনিংস খেলেন। এরই সঙ্গে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএলে নিজের এক হাজার রান-ও পূর্ণ করে নিলেন। ম্যাচের পরে ওয়েস্ট ইন্ডিজের এই সুপারস্টার জানিয়ে দিলেন, এখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাঁর।

    কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পাঞ্জাবের মন দীপ সিং ৬৬ রানে অপরাজিত থেকে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই ম্যাচের শেষে, মন দীপের সঙ্গে কথোপকথনের সময় নিজের অবসর প্রসঙ্গে ৪১ বছরের গেইল বলেন, ” রিটায়ারমেন্ট ক্যানসেল। আমি তাড়াতাড়ি অবসর নিচ্ছি না।” তাঁর এই বক্তব্য শোনার পর হাঁফ ছেড়ে বেঁচেছেন গেইলের ভক্তরা। এদিকে ওই ম্যাচ জেতার পরে পয়েন্ট তালিকায় চার নম্বরে উঠে এসেছে পাঞ্জাব।