বড় দিনের প্রস্তুতি ময়নাগুড়িতে

ময়নাগুড়ি, ২৪ ডিসেম্বর : রাত পেরোলেই ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড় দিন। আর সেই কারণেই শুক্রবার ময়নাগুড়িতে প্রস্তুতি তুঙ্গে। বড় দিনের জন্য কেনাকাটা করছেন সাধারণ মানুষজন। দোকান্দারেরাও নানা ধরণের পোশাক, টুপি, কেক, রংবেরং এর জিনিস সাজিয়ে বসে রয়েছেন। সঙ্গে পাওয়া যাচ্ছে কৃত্রিম ভাবে তৈরি শান্তা পুতুল। তাই এক কথায় বড় দিনের শেষে বাজার তুঙ্গে ময়নাগুড়িতে।

    বড় দিন বা ক্রিসমাস হলো খ্রিস্টীয় বাৎসরিক উৎসব। যা এখন খ্রীষ্ট ধর্মের পাশাপাশি সব ধর্মের মানুষ পালন করে থাকেন। তবে কথিত আছে, ২৫ শে ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্মদিন হিসাবেই পালন করা হয়। তবে তা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। আদৌ কি ২৫ শে ডিসেম্বর যীশু খ্রীস্ট জন্মগ্রহণ করেছেন? তা নিয়ে সংশয় রয়েছে। তবে আদি যুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যীশু। আর সেই কারণেই ২৫ শে ডিসেম্বর তারিখটিকে যীশুর জন্মদিন পালন করা হয়। প্রকৃতিগতভাবে একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক-খ্রিষ্টীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়ভাবনার সমাবেশও দেখা যায়। উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ, এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদ্‌যাপনের অঙ্গ। কোনো কোনো দেশে ফাদার খ্রিষ্টমাস (উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে সান্টাক্লজ) কর্তৃক ছোটোদের জন্য বড়দিনে উপহার আনার উপকথাটি বেশ জনপ্রিয়।উপহার প্রদানের রীতিটিসহ বড়দিন উৎসবের নানা অনুষঙ্গ খ্রিষ্টান ও অ-খ্রিষ্টানদের অর্থনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই উৎসব উপলক্ষে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয়ের একটি বিশেষ মরসুম চলে। বিগত কয়েকটি শতাব্দীতে বিশ্বে বিভিন্ন অঞ্চলে বড়দিনের অর্থনৈতিক প্রভাবটি ধীরে ধীরে প্রসারিত হতে দেখে গেছে। ভারত ও বাংলাদেশে বড়দিন একটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।

    আর সে কারণেই শুক্রবার ময়নাগুড়ির বিভিন্ন চার্জ নতুন ভাবে সেজে উঠতে দেখা যায়। বাজারে দেখা মিলছে ক্রেতাদের ভিড়। সব মিলিয়ে বড় দিন বা যীশু খ্রীষ্টের জন্মদিন পালন করতে ব্যস্ত ময়নাগুড়ির খ্রীস্ট ধর্মাবলম্বী সহ আপামর জনগন।