চুরি যাওয়া মোটরসাইকেল তিন ঘন্টার মধ্য ফেরত দিলেন হুগলি গ্রামীন পুলিশের অন্তর্গত জাঙ্গিপাড়া থানা

সেখ আব্দুল আজিম : ১৬জুন, সন্ধ্যে আটটা নাগাদ আরিফ খান নামে একজন জৈনক্ক ব্যক্তি উনার মোটরসাইকেলটি লক্ষণপুরে রাস্তার ধারে রেখে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছিলেন। বিয়ে বাড়ির অনুষ্ঠান খেয়ে ফেরত এসে তিনি তার শখের মোটরসাইকেলটি আর দেখতে পাননি। প্রিয় মোটরসাইকেলটিকে দেখতে না পেয়ে তৎক্ষণাৎ তিনি জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন। জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে টেবিল অফিসার এ•এস•আই দেব কুমার ভট্টাচার্য্য ও মোবাইল ডিউটি অফিসার এ•এস•আই সেখ রমজান আলীর তৎপরতায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয় মাত্র তিন ঘন্টার মধ্যে। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া মোটর সাইকেলটি কে প্রকৃত মালিকের হাতে জাঙ্গিপাড়া থানার পুলিশ তুলে দেন। জাঙ্গিপাড়া থানার এই কর্মে মোটরসাইকেল মালিক এবং এলাকার মানুষজন খুবই গর্বিত এবং প্রশংসনীয়।