গ্রাম-শিল্পী ও শিল্পকে একসাথে প্রচার ও প্রসারের দাবী চুড়িদার মুখোশ শিল্পীদের

গ্রাম-শিল্পী ও শিল্পকে একসাথে প্রচার ও প্রসারের দাবী চুড়িদার মুখোশ শিল্পীদের

     

    নতুন গতি প্রতিবেদক : চড়িদা পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটি ছোট গ্রাম। এই গ্রামটি ছৌ- নাচের আঁতুড়ঘর হিসাবে পরিচিত। তারসাথে সাথে গ্রামটি বিখ্যাত হলো মুখোশের জন্য। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি বাঘমুন্ডি শহর থেকে ৫ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত।এই গ্রামে প্রায় ১০০টি পরিবারের বাস। কয়েক প্রজন্ম ধরে যারা মুখোশ তৈরি করে চলেছে। ছোট থেকে বড় বাড়িতে সার দিয়ে সাজানো শুধুই রং-বেরংয়ের মুখোশ। ছৌ নাচের সাজ সজ্জার প্রধান উপকরণ হলো মুখোশ।আর এই মুখোশ তৈরির জন্যই এই গ্রাম বিখ্যাত। গ্রামের ঢোকার পথে রাস্তার দু’ধারে সারি সারি দোকান। দোকান বললে ভুল হবে এই শিল্পালয় আর এখানে বসেই মুখোশ তৈরির কাজ করে চলেছে শিল্পীরা। তাদের তৈরী মুখোশ শুধু ছৌ নাচের জন্য ব্যবহৃত হয় না। এখন দেশ-দেশান্তরে সুসজ্জিত ডাইনিং রুম আলো করে রাখছে চড়িদার মুখোশ। এখানে দোকানের দাওয়ায় বসেই শিল্পীরা কাজ করে চলেছে, বড়দের সঙ্গে হাত লাগিয়েছি ছোটরাও।কাগজ, কাপড়, মাটির প্রলেপে রঙের তুলি বুলিয়ে মুখোশ কে জীবন্ত করে তুলতে ব্যস্ত তাঁরা।এই গ্রামে যারা ঘুরতে আসেন তারা সফরের স্মৃতি হিসেবে এই মুখোশ সংগ্রহ করে নিয়ে আসেন। এর ফলে এখানকার শিল্পীদের আর্থিক সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছে এই শিল্পীদের কয়েকজন।