|
---|
লুতুব আলি : চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে মনীষীদের শ্রদ্ধাঞ্জলি। কবিতীর্থ চুরুলিয়ায় দুদিন ব্যাপী কাজী নজরুল ইসলামের ৪৬ তম বর্ণাঢ্য প্রয়াণ দিবস অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা ছিল দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী। স্বাগত ভাষণ দেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার তথা কবির নাতনি বিশিষ্ট সংগীত শিল্পী, বিশিষ্ট সংগঠক সোনালী কাজী। উল্লেখ্য, এই অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কুমুদ রঞ্জন মল্লিক, মহাশ্বেতা দেবী প্রমুখ সাহিত্যিক ও মনীষীদের উত্তরসুরীরা কবির প্রয়াণ দিবসে উপস্থিত হয়ে চুরুলিয়ার অনুষ্ঠানটির এক অনন্য মাত্রা এনে দেয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক গুণী ব্যক্তি ও শিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠান হয়। কাজী রেজাউল করিমকে নজরুল রত্ন দিয়ে ভূষিত করা হয়। অনুষ্ঠানে শত কবিতায় নজরুল কাব্যগ্রন্থের উদ্বোধন করেন লালপাহাড়ির দেশে জনপ্রিয় গানের রচয়িতা বিশিষ্ট কবি অরুণ চক্রবর্তী। অনুষ্ঠানে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর দুর্গাপুর আসানসোল, হুগলি, কলকাতা শাখার শিল্পী বৃন্দরা মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত করেন। এছাড়াও কুশঙ্কুরের শিল্পী বৃন্দ, রক্তকরবীর শিল্পী বৃন্দ, বাচিক স্বজনের শিল্পী বৃন্দদের অনুষ্ঠানটিকে মাধুর্যপূর্ণ করে তোলে। এক সাক্ষাৎকারে সোনালী কাজী বলেন, এখন বিদেশ থেকেও অনেক নজরুল প্রেমিরা চুরুলিয়া তে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন। নজরুলের প্রচার প্রসার ঘটানোর ব্যাপারে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এক অনন্য ভূমিকা পালন করে চলেছে। কবির প্রয়াণ দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে শিকড়ের টানে, মনীষীর মননে নামে একটি নতুন ফোরাম গঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে যে সমস্ত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কাজী শ্রী আলী রেজা, জয়দীপ চট্টোপাধ্যায়, অমিতাভ বন্দোপাধ্যায়, মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, ইতু শ্রী মহান্তি, পরাশর বন্দ্যোপাধ্যায়, ডা: রজত মোহন রায়, মৌমিতা বন্দ্যোপাধ্যায়, মৃণাল কান্তি দাস, গুরু তপন দে, জয়দীপ মুখার্জি, সুমিত ব্যানার্জি, বরুণ চক্রবর্তী, অমিত চক্রবর্তী, সত্য কাম বাগচী, ডা: কোহিনুর কাজী, সুবর্ণ কাজী, রবিশঙ্কর পাল, জয়া ব্যানার্জি, ডা: অতনু ভদ্র, সুতপা রায়, কল্লোল কাজী, সাহানাজ পারভীন, রুনা ভট্টাচার্য, প্রণতি বন্দ্যোপাধ্যায়, জয়ন্তী সরেন, অলকানন্দ ভট্টাচার্য রায়, বেবি কারফর্মা প্রমুখ।