|
---|
লুতুব আলি : চুরুলিয়া নজরুল একাডেমির প্রতিষ্ঠাতা কাজী মোজাহার হোসেনের প্রয়াণ দিবস পালন করা হল। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রয়াণ দিবস টি পালন করা হয়। পৌরহিত্য করেন কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্র কাজী রেজাউল করিম। দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজী নজরুল ইসলামের নাতনি তথা দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালি কাজী।উল্লেখ্য, নজরুল ইসলামের ছোট ভাই কাজী আলী হোসেন জমিদারদের দুষ্কৃতীদের হাতে খুন হন। তাঁর বড় ছেলে কাজী মোজাহার হোসেন চুরুলিয়া নজরুল একাডেমি প্রতিষ্ঠাতা দের মধ্যে অন্যতম ও কবিতীর্থ চুরুলিয়ার রূপকার ছিলেন। ২০১৭ সালে কাজী মোজাহার হোসেন পরলোক গমন করেন। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন তার প্রয়াণ দিবস টি প্রথম থেকে ঐতিহ্য হিসেবে স্মরণ করে ও দুস্থ পিছিয়ে পড়া মানুষদের আত্ম সেবায় নিয়োজিত থাকে। কাজী মোজাহার হোসেনের প্রয়াণ দিবস উপলক্ষে এলাকার দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেয় ফাউন্ডেশন। কাজী পরিবারের পুরাতন ভৃত্য হিসেবে খ্যাত স্বস্তি বাউরীকে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয়। দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর কর্ণধার সোনালী কাজী বলেন, কবির অপূরণীয় কাজগুলি কাজী মোজাহার হোসেন বাস্তবায়িত করতে চেয়েছিলেন। তাঁদের উত্তরসূরী হিসাবে আমরাও এই কাজে আত্মনিয়োগ করেছি। প্রয়াণ দিবস উপলক্ষে কাজী মোজাহার হোসেনের আবক্ষ মূর্তির পাদদেশে দশটি মূল্যবান গাছ লাগানো হয়।কাজী মোজাহার হোসেন রত্ন পুরস্কার দেওয়া হয় নুরুল হোসেন কে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি জহর মিত্র, অচিন্ত্য মন্ডল, হামিদা কাজী, বিবেকানন্দ চ্যাটার্জী, কল্লোল কাজী প্রমুখ।