সাইবার ক্রাইম পসকো আইন নিয়ে কর্মশালায় গাছ বিতরণ জামালপুরে।

লুতুব আলি : পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিডিও অফিসের উদ্যোগে সাইবার ক্রাইম, পসকো আইন এবং কন্যাশ্রী নিয়ে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ কর্মশালা। এই কর্মশালার উদ্বোধন করেন জামালপুর ব্লকের বি ডি ও শুভঙ্কর মজুমদার। উল্লেখ্য, এদিন কর্মশালার মুখ্য বিষয়বস্তুর বাইরে গিয়ে প্রাধান্য দেয়া হল সবুজায়ন কে। বর্তমানে সাইবার ক্রাইম মাথা ছাড়া দিয়ে ওঠায় কর্মশালার আলোচকরা উদ্বেগ প্রকাশ করেন। আক্ষরিক অর্থে শিক্ষিত মানুষেরাও ইদানিং সাইবার ক্রাইম এর শিকার হচ্ছেন। এ বিষয়ে দুজন স্পেশাল ট্রেনার পাওয়ার প্রজেক্ট এর মাধ্যমে সাইবার ক্রাইমের স্পর্শ কাতর দিকগুলি নিয়ে সকলকে অবহিত করেন। মোবাইলে আশা যেকোনো লিংকে স্পর্শ করতে ওয়ার্কশপে নিষেধ করা হয়। একবার স্পর্শ করলেই সঙ্গে সঙ্গে অ্যাপ ডাউনলোড হয়ে গিয়ে গ্রাহকদের ব্যাংকের যাবতীয় তথ্য হ্যাকারদের কাছে চলে যাবে। এই ঘটনার অব্যবহিত পরই গ্রাহকদের ব্যাংকের তহবিল সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাবে। পস কো আইন নিয়ে বিশেষজ্ঞরা আলোকপাত করেন। এছাড়াও কন্যাশ্রী প্রকল্প এর বিভিন্ন সুযোগ-সুবিধার দিকগুলো নিয়ে আলোকপাত করা হয়। প্লাস্টিক বর্জন নিয়ে জামালপুর ব্লকের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মানববন্ধন করা হয়। বিষ্ণু উষ্ণায়ন কে মোকাবেলা করতে সবুজায়ন যে জরুরী সে ব্যাপারেও উপস্থিত সকলকে এ ব্যাপারে বার্তা দেওয়া হয়। জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ব্লকের প্রতিটি স্কুলকে চারটি করে শিশু বৃক্ষ তুলে দেন জয়েন্ট ভিডিও অরিন্দম চন্দ। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর থানার সেকেন্ড অফিসার তাপস শীল, বি ডি এম ও ফাল্গুনী মুখার্জী, কন্যাশ্রীর অফিসার প্রদীপ পাল, স্পেশাল ট্রেনার মুনমুন মালিক ও শোভন চ্যাটার্জি, জামালপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম, শিক্ষক দেবব্রত মুখার্জি প্রমুখ।