সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে ঢাকাতে ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসব

লুতুব আলি : সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে ১৮ অক্টোবর ঢাকাতে অনুষ্ঠিত হলো ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব। মৈত্রী উৎসবে পৌরহিত করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মোঃ খাদেমুল ইসলাম চৌধুরী। উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহী দ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাসেল দিবস ও পালন করা হয়। মৈত্রী উৎসবে আলোচনার বিষয় ছিল : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয়। এদিন ঢাকার সেগুন রেস্টুরেন্টের কমিউনিটি হলে ভারত বাংলাদেশের মৈত্রী কে আর ও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নৃশংস ভাবে শহীদ হওয়ার ঘটনা ব্যর্থহীন ভাষায় ব্যক্ত করেন বক্তারা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রেম ও আত্মত্যাগের ঘটনাবলী তুলে ধরা হয়। মৈত্রী উৎসবে সকলকে স্বাগত জানান সার্ক কালচারাল সোসাইটির সমন্বয়ক এ বি এম লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী পূর্ব বর্ধমানের ভূমিপুত্র, ছন্দম একাডেমীর অধ্যক্ষ মেহেবুব হাসান। তিনি দুই দেশের মৈত্রী কে আর ও কিভাবে সম্পৃক্ত করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন। আর ও উল্লেখ্য, মেহেবুব হাসান বাংলাদেশের আর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বাফার আমন্ত্রণে ঢাকার বুলবুল অডিটোরিয়ামে ১৫ অক্টোবর মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন। মৈত্রী উৎসবে বর্ধমানের বিশিষ্ট কবি শেখ জাহাঙ্গীর সম্প্রীতির ওপর কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম মমতাজুল করিম। উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড: অপূর্ব কুমার বিশ্বাস, পীরজাদা শহিদুল হারুন প্রমুখ।