|
---|
বাবলু হাসান লস্কর (বাবলু), জয়নগর : অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বেশ কয়েকটি যুব সংগঠন যেমন এ আই ডি ওয়াই ও ছাত্র সংগঠন এ আই ডি এস ও এবং মহিলা সংগঠন এ আই এস এস এর আহ্বানে জয়নগর নিমপীঠ মোড়ে একটি নাগরিক কনভেনশন এর আয়োজন করা হয়। নিমপীঠ-তুলসীঘাটা সন্নিহিত অঞ্চলে সাম্প্রতিককালে মদ- জুয়া- সাট্টার ব্যাপক প্রসারের বিরুদ্ধে আয়োজিত এই নাগরিক কনভেনশন। উক্ত কনভেনশনে এতদঞ্চলের বহু ছাত্র-যুবক-মহিলা সহ চিকিৎসক, উকিল, শিক্ষক এবং বুদ্ধিজীবীসহ শিল্পীরা অংশগ্রহণ করেন। উক্ত সভায় বক্তারা সকলেই এই অঞ্চলে সাম্প্রতিককালে মদ-জুয়া-সাট্টার ব্যাপক প্রসার এর নিন্দা করেন। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনের নিষ্ক্রিয়তার নিন্দা করেন। এই কনভেনশন থেকে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিতাভ রায় কে সভাপতি এবং শ্রী চন্দন মন্ডল ও নায়েবালী লস্কর কে যুগ্ম সম্পাদক মনোনীত করেন। ‘নিমপীঠ-তুলসীঘাটা গণ সংগ্রাম কমিটি গঠিত হয়। কমিটির পক্ষ থেকে আগামী দিনে মদ-জুয়া-সাট্টার বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আগামী দিন গুলিতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসামাজিক কাজকর্ম থেকে দূরে থাকবে যুব সমাজ এমনি আশা করেন এলাকাবাসী ।