|
---|
বিশেষ প্রতিনিধি , হলদিয়া…..ঝড়ে প্রাণ রক্ষা পেলেও,জলে ভেসে গেছে প্রায় সব কিছুই।গত বুধবার ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার কোটালের জোড়া ধাক্কায় জোয়ারের জলে হলদিয়ার নদী তীরবর্তী বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে গেছে।এখনোও শিল্পাঞ্চলের অনেক গ্ৰাম জলমগ্ন।ঘরবাড়ি হারিয়েছে অনেকেই।আশ্রয় মিলেছে স্থানীয় স্কুল ঘরে।শিশু থেকে বয়স্ক অনেকেই শুকনো খাবার খেয়ে কোনরকম ভাবে দিন কাটাচ্ছেন। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হলদিয়ায় সিআইটিইউ’র পক্ষ থেকে চাল,ডাল,আলু,সবজি সহ রান্নার সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে।চলছে রান্না এবং দুপুরে খাওয়ার বিতরণ।তিন-চার দিন ধরে হলদিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের রায়রাচক-সহ পাশাপাশি বেশ কয়েকটি গ্ৰামের বন্যা দূর্গত পরিবারকে দুপুরে রান্না করা খাবার দেওয়া হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান সিআইটিইউ’র কর্মীরা আমাদের পাশে না থাকলে আমাদের আরও সমস্যায় পড়তে হতো।