সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য প্রয়াত

নূর আহামেদ, মেমারি, ১৭ মার্চ ২০২৩:বুধবার সন্ধ্যায় ডাউন ৩৭৮৫০ বর্ধাম হাওড়া লোকাল ট্রেনে কর্মক্ষেত্র বর্ধমান থেকে মেমারি ফিরছিলেন সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য ও এসবিএসটিসি-র বর্ধমান ডিপো কমিটির সম্পাদক বিপ্লব ভৌমিক। ট্রেন মেমারি স্টেশনে ঢোকার সময়ে কিছু যাত্রী তড়িঘড়ি উঠতে যান সেই সময় বিপ্লব ভৌমিক নামতে গেলে ট্রেন থেকে প্ল্যাটফর্মে পড়ে যান। ঘটনাস্থলে তিনি অজ্ঞান হয়ে যান এবং মাথায় আঘাত লাগে বলে জানা যায়। তারপর প্রথমে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বর্ধমানে অনাময়ে রেফার করে। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় পাঠানো হয় বিপ্লব ভৌমিককে। কিন্তু শুক্রবার সকাল ৭.৪৫ মিনিটে বিপ্লব ভৌমিক প্রয়াত হয়েছেন বলে জানা যায়।

    মেমারি পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা বিপ্লব ভৌমিকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর। পরিবারে মা, স্ত্রী, দুই সন্তান বর্তমান। জানা যায় তিনি এসবিএসটিসি-র বর্ধমান ডিপো কমিটির সম্পাদক ছাড়াও এসবিএসটিইইউ ইউনিয়নের কোষাধ্যক্ষ, সিআইটিইউ পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি সিপিআইএম পার্টির সদস্য ছিলেন বেশ কিছুদিন আগে। কয়েকদিন আগে পুর্ব বর্ধমান জেলার পরিবহন জাঠাতে তিনি অংশগ্রহণ করেছিলেন। বর্ধমান ডিপো থেথে ৫ই এপ্রিলে দিল্লির সমাবেশে অংশগ্রহণ করার জন্য টিকিট রিজার্ভেশন ছিল। শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায্য দাবী আদায় করা, ইউনিয়ন শক্তশালি করার ক্ষেত্রে ভুমিকা ছিল অসীম।