|
---|
নূর আহমেদ, মেমারি : ২৬ মে। সিআইটিইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির উদ্যোগে স্বেচ্ছায় একটি রক্ত দান শিবির হয়। রবিবার মেমারির সোমেশ্বরতলা আট চালায় রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখেন, সমাজসেবি ও এলাকার বিশিষ্ট ডাক্তার অভয় সামন্ত, সিপিআইএম প্রাক্তন বিধায়ক সন্ধ্যা ভট্টাচার্য, বর্ধমান শহীদ শিব শংঙ্কর সেবা সমিতির রক্ত সংগ্রহে সহযোগিতা করে শিবিরে ১৬ জন মহিলা সহ মোট ৫৮ জন স্বেচছায় রক্তদান করেন। সিআইটিইউ মেমারি ১ পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির সভাপতি বৈদ্য়চরণ লাহা বক্তব্যে বলেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের মধ্যে ও নির্বাচবী ব্যস্ততার কারণে রক্তদান কর্মসূচী না হওয়ায় ব্ল্যাডব্যাঙ্কগুলি রক্তশূণ্যতায় ভুগছে। জরুরী প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতে এই পরিস্থিতে এই কর্মসূচী নেওয়া হয়। শিবিরে সারাক্ষণ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন পশ্চিম এরিয়া সমন্বয় কমিটির সম্পাদক পিয়ুষ বিশ্বাস, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য্য, অনিল মুখার্জী প্রমুখ।রক্তদান শিবিরকে ঘিরে ব্যপক মানুষের সমাগম হয় এবং এক উৎসবের আকার ধারণ করে।