|
---|
মালদা-জায়গা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে জায়গার মালিক নিজের জায়গায় সাইকেল রাখতে গেলে আটকে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। পরে সাইকেল চাইতে গেলে দিদি ও ভাইকে বেধড়ক মারধর করা হয়। এমনকী প্রাণে মারারও চেষ্টা করা হয়। ঘটনাটি ইংলিশবাজার থানার মিল্কি ঘোষপাড়া এলাকার। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বলে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে বলে অভিযোগ করেন আক্রান্তরা। আক্রান্তরা হলেন তনুশ্রী ঘোষ ও দ্বীপ ঘোষ। তনুশ্রী মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। জানা গেছে, ভাই দ্বীপ ব্যাঙ্কে যাবে বলে সাইকেলটি মিল্কি স্ট্যান্ডে ওই ব্যাঙ্কের পাশের নিজেদের জায়গাতে সাইকেলটি রাখে। ব্যাঙ্ক থেকে বেরিয়ে এসে দেখেন সাইকেলটি নেই। দিদি তনুশ্রীকে নিয়ে সাইকেলটি চাইতে গেলে রড, লাঠি, হাঁসুয়া নিয়ে অভিযুক্তরা চড়াও হয় দিদি ভাইয়ের ওপর। আশঙ্কাজনক অবস্থায় দিদিকে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যালে। থানায় সিভিক ভলেন্টিয়ার-সহ ৩ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।