|
---|
বিশ্বদীপ,দক্ষিণ দিনাজপুর –
কেও বলে সিভিক পুলিশ কেও বা সিভিক ভলেন্টিয়ার। ওরাও পুলিশ দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের শাষন ব্যাবস্থা করতে সদা সচেষ্ঠ। আর সেই সিভিকদের একটি মানবিক মুখ দেখতে পাওয়া গেল বালুরঘাট থানায়। কিছুদিন আগে বালুরঘাট থানা মোড়ে একটি পথ কুকুর কে বাচ্চা সহ বালুরঘাট থানার কিছু সিভিক এবং পুলিশের গাড়ির ড্রাইভার স্বপন রায় ও অপু সাহা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এর পর তারা কুকুরটির চিকিৎসার জন্য বালুরঘাটের কিছু পশু প্রেমীর সাথে যোগাযোগ করলে তাদের সহায়তায় বালুরঘাট থানা চত্বরেই কুকুরটির চিকিৎসা শুরু করা হয়। দেখা যায় কুকুর টির শিরদাঁড়ায় গুরুতর চোট আছে যে কারনে সে উঠে দাঁড়াতে পারছে না। স্বপন বাবু নিজের উদ্যোগে কুকুরটি চিকিৎসার ব্যায় ভার, ওষুধ পত্রের ব্যবস্থা করেন। পশু প্রেমীরাও এগিয়ে আসে স্বপন বাবুকে সহায়তা করতে। মাহি ফৌজদার নামে এক পশু প্রেমী সকাল বিকেল নিয়মিত কুকুর টির চিকিৎসা করতে থাকেন মুলতঃ মাহি ফৌজদারের চিকিৎসায় ও স্বপন বাবুর অদম্য জেদে কুকুর টি সুস্থ হওয়ার পথে। এই বিষয় মাহি ফৌজদারকে প্রশ্ন করলে তিনি জানান স্বপন বাবু কিছু সিভিক ভাইদের সহায়তায় পথ কুকুর টিকে মরানাপন্ন অবস্থাতে উদ্ধার করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই কুকুর টির চিকিৎসা শুরু করি। এর পর ধীরে ধীরে কুকরটি সুস্থ হওয়ার পথে। যখন সমাজ থেকে ধীরে ধীরে সমাজ থেকে মহানবি হারিয়ে যাওয়ার পথে ঠিক তখনই বালুরঘাট থানার কর্মীদের এই উদ্যোগ অন্য এক নজির সৃষ্টি করেছে বলেই বালুরঘাটের সাধারণ মানুষ মনে করছে।