|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সিভিল আর্মি গ্রুপের ব্যবস্থাপনায় বর্ণপরিচয় এর স্রষ্টা বিদ্যাসাগরের 202 তম জন্মদিন পালন করল। এদিন গড়বেতা 1 নম্বর ব্লকের কয়মা গ্রামে এলাকার বাচ্চাদের মধ্যে বই ও কিছু খাবার বিতরণ করা হলো সংস্থার পক্ষ থেকে।
এদিন উপস্থিত ছিলেন শিক্ষক সুব্রত নিয়োগী , ক্রীড়া সাংবাদিক শ্যামল কুমার সাহা ,চিত্রশিল্পী অনির্বাণ পাল, , সহচরী গ্রুপের থেকে শতাব্দী বিষুই, সাহিত্যিকা দে সমাজসেবী দিলীপ মন্ডল , সমাজসেবী জয়ন্ত দাস সিভিল আর্মি গ্রুপের সদস্য-সদস্যাগণ।