|
---|
দেবজিৎ মুখার্জি, বর্ধমান: শুক্রবার বর্ধমানের কালনা কলেজ বাংলা বিভাগের তরফে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর। উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত, কালনা কলেজের অধ্যক্ষ-সহ বিশিষ্টজনেরা।
জানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে বাংলা বিভাগের সামনে বিক্ষোভ দেখায়। তাতেই শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের দুই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর বচসা। অধ্যক্ষকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান তোলা হয় ও গুরুতর জখম হয় এক ছাত্র। অশান্তির ঘটনায় জড়িত সন্দেহে সাসপেন্ড করা হল সন্দীপ চক্রবর্তী নামে কলেজের এক অস্থায়ী কর্মীকে।