ইজরায়েলি পুলিশ ও প্যালেস্তিনীয়দের সংঘাতে রণক্ষেত্রের চেহারা নেয় জেরুজালেমের আল-আকসা মসজি

নতুন গতি নিউজ ডেস্ক: ইজরায়েলি পুলিশ ও প্যালেস্তিনীয়দের সংঘাতে রণক্ষেত্রের চেহারা নেয় জেরুজালেমের আল-আকসা মসজিদ।

    ইজরায়েলের বিদেশমন্ত্রকের দাবি, মসজিদের ভিতরে পাথর ও জঙ্গি সংগঠন হামাসের পতাকা হাতে জড়ো হয় কয়েকশো যুবক। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর ও বোমা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়া ও লাঠিচার্জ করে পুলিশ।

    পুলিশের বক্তব্য, স্থানীয় সময় মতে ভোর চারটে নাগাদ মসজিদ এলাকায় প্যালেস্তানিয়ান লিবারেশন অর্গানাইজেশন এবং হামাস জঙ্গিগোষ্ঠীর পতাকা নিয়ে মার্চ করছিলেন বেশ কিছু যুবক আর তাদের গ্রেপ্তার করতেই পৌঁছয় পুলিশ। কিন্তু সেই সময় মসজিদে প্রার্থনা চলছিল। ফলে প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল পুলিশের দলটি।

    জানা যায়, ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৯ জন।