চলতি বছরেও বাতিল হয়ে গেল একাদশ শ্রেণির পরীক্ষা।

নতুন গতি নিউজ ডেস্ক: চলতি বছরেও বাতিল হয়ে গেল একাদশ শ্রেণির পরীক্ষা। কোনও পরীক্ষা ছাড়াই পড়ুয়ারা দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। মঙ্গলবার সমস্ত হাইস্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের এই নির্দেশ পাঠানো হয়েছে। সোমবারই বাতিল করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একদিনের মাথাতেই একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

    করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের পাশাপাশি বিভিন্ন রাজ্যে বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে আগেই। তবে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। তার পরেও এই পরিস্থিতিতে কী পরীক্ষা নেওয়া উচিত? জনমত সমীক্ষায় এমনটাই রবিবার জানতে চেয়েছিল রাজ্য। সোমবার দুপুর দু’টোর মধ্যে নির্দিষ্ট মেইল আইডিতে মতামত পাঠানোর কথা বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত ৭৯ শতাংশ। উচ্চমাধ্যমিক না হওয়ার পক্ষে জনমত ৮৩ শতাংশ। এরপরই সোমবার ওই দু’টি বোর্ড পরীক্ষা বাতিল ঘোষণা করে দেওয়া হয়।

    একদিনের মধ্যেই এবার একাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল সংসদ। মঙ্গলবার রাজ্যের সমস্ত হাইস্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের একটি নির্দেশিকা পাঠানো। যেখানে বলা হয়েছে, কোনও পরীক্ষা ছাড়াই একাদশ শ্রেণির পড়ুয়াদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। সে ক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল কি মান্যতা দেওয়া হতে পারে। আবার ল্যাব ভিত্তিক বিষয়ে ৩০ নম্বর এবং নন লাভ ভিত্তিক বিষয়গুলিতে ২০ নম্বরের প্রজেক্টে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর স্কুল এর মাধ্যমে ইতিমধ্যেই সংসদে জমা পড়েছে। নতুন রেজাল্ট তৈরির ক্ষেত্রে সেগুলিও বিবেচনা করা হতে পারে।