নির্মল বিদ্যালয় সপ্তাহ পালিত হল বীরভূমের মুরারইয়ে

রিপন সেখ, নতুন গতি : বাংলাকে নির্মল করার উদ্দেশে এবার পথে নামল মুরারইয়ের স্কুল গুলির ছাত্রছাত্রীরা। স্কুলের কচিকাচাদের সাথে শোভাযাত্রাতে পা মেলান স্বনির্ভর দলের মহিলারাও। সমাজকে সচেতন করতে এই পদক্ষেপ মন কেড়েছে বীরভূমবাসীর। বিভিন্ন সময়ে বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে সাধারন মানুষ সমস্যার পড়ে সেই উদ্দেশে রঙ বেরঙের ব্যানার দেখা যায় ছাত্রছাত্রীদের হাতে। ডেঙ্গু,ম্যালেরিয়া ইত্যাদি অসুখের হতে সচেতন করা হয় সাথে সবুজ বাঁচাও আন্দোলনের ডাক দেন তারা। জায়গাই জায়গাই দাঁড়িয়ে সাধারন মানুষের সাথে কথা বলেন শিক্ষক ও স্বনির্ভর দলের মহিলারা, অজানা জ্বরে আক্রান্ত হলে যেন স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যোতাযোগ করেন, খাবার আগে যেন হাত ভালো করে ধৌত করা হয়, ছেলেমেয়েদের যেন স্কুলে পাঠানো হয় ইত্যাদি ব্যাপারে।ছাত্রছাত্রীদের দাবি বাংলা আমাদের সুতরাং-বাংলাকে সোনার বাংলাতে রূপান্তরিত করার দাঢিত্ব আমাদেরইকে নিতে হবে।