|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: রেড ভলেন্টিয়ার্স দিবসে মানুষের পাশে থেকে বীরভূমের বোলপুর, দুবরাজপুর, চিনপাই সহ জেলার বিভিন্ন স্থানে চলে সাফাই অভিযান।
এদিন সংগঠনের সদস্যদের বোলপুর স্বাস্থ্যকন্দ্রে জঞ্জালমুক্ত করে সচেতনতা বাড়ানোর চিত্র দেখা যায়।
কথায় বলে “যার কেউ নেই তাঁর ঈশ্বর আছে।”
আর অন্ধকারময় পরিস্থিতিতে শোনা যেতো “যার কেউ নেই তাঁর পাশে ‘রেড ভলেন্টিয়ার্স’আছে। আর তাঁদের ওপর অটুট ভরসা করছেন সাধারণ মানুষ। করোনা সঙ্কটকালে রোগীর পরিবার পরিজনদের সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা, শুধু তাই নয় প্রতিনিয়ত বাজার হাটে তাঁরা মাইকিং করে প্রচার ও করেছেন নিয়মিত। করোনা যোদ্ধা হিসেবে প্রথম থেকেই মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে গঠিত হয় বামপন্থী সংগঠনের সদস্য দ্বারা পরিচালিত রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা।
শুক্রবার রেড ভলেন্টিয়ার্স দিবসে মানুষের পাশে থেকে বোলপুর স্বাস্থ্য কেন্দ্রে জঞ্জালমুক্ত করে জনসচেতনতা বাড়াচ্ছেন।শুক্রবার সকালে বোলপুর শহরের রাজপথে, অলিতে গলিতে, স্বাস্থ্য কেন্দ্রে জঞ্জালমুক্ত করে সচেতনতার বার্তা দেওয়ার চিন্তা ভাবনা বলে জানা গেছে।এলাকায় জঞ্জালমুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা দিয়ে আজকের দিনটি পালন করলেন রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা।