|
---|
- নিজস্ব প্রতিবেদক: শনিবার মালদার কালিয়াচকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও অফার (এনজিও) এবং এশিয়ান মিশনের সহযোগিতায় কালিয়াচকের কালিকাপুরে স্মার্ট স্কুলের ছাত্র ছাত্রীরা স্বচ্ছতা – ই সেবা পক্ষিক অনুষ্ঠানে যোগ দেন। এদিন প্লাস্টিকের ব্যবহারের কুফল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা তানিয়া রহমত, কালিয়াচক গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রোকেয়া চৌধুরী, ডাক্তার হাজেরুল ইবকার, সমাজসেবী ইফতেকার সুফি, এশিয়ান মিশনের সম্পাদক এম আনওয়ার উল হক প্রমুখ।
স্কুল প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, অনুষ্ঠানে প্রায় ৩৫০ছাত্র ছাত্রী এই মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অভিভাবক ছাড়াও স্থানীয় বাসিন্দারাও অনেকে অংশগ্রহণ করেন।
এদিন একটি বর্নাঢ্য বৃক্ষরোপণ পথমিছিল এলাকা পরিক্রমা করে। ব্লিচিং পাউডার ও ফিনাইল ছড়িয়ে এলাকার আবর্জনা পরিষ্কার ও দূষণমুক্ত করা হয়।