আগামী তিন মাসের জন্য বন্ধ হল জলদাপাড়া ন্যাশনাল পার্ক, হতাশা পর্যটকদের মধ্যে

নিজস্ব সংবাদদাতা; আলিপুরদুয়ার: গতকাল থেকে বন্ধ হল জলদাপাড়া ন্যাশনাল পার্ক। যা বন্ধ থাকতে পারে1 টানা ৩ মাস ধরে। এই নিয়ম চলছে অনেক কাল ধরেই। প্রসঙ্গত, এটা পশু জন্তুদের প্রজন কাল। তাই তাদের যাতে এ সময়ে কোনো পর্যটকদের দ্বারা বিরক্তি না হয়, তাই এই পদক্ষেপ।

    জানা গিয়েছে, পর্যটকেরা জলদাপাড়াতে বেড়াত যায় মুলত জঙ্গল ভ্রমণের উদ্যম নিয়ে। জলদাপাড়া জঙ্গলের মুল আকর্ষণীয় বিষয় হল “এক শৃঙ্গ গন্ডার“।

    জলদাপাড়া ন‍্যাশন‍্যাল পার্ক লাগাতার তিনমাস বন্ধের ফলে তা বহু পর্যটকের হতাশার কারন হয়ে দাঁড়িয়েছে।