|
---|
নতুন গতি, কালিয়াচক : দুঃস্থ মানুষদের সাহায্যার্থে বস্ত্র বিলি কর্মসূচি পালন করা হলো এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে।কালিয়াচকের জালালপুর অঞ্চলের নতিবপুরে মোজাদ্দেদ্দীয়া জুলফিক্কারীয়া সিদ্দিকীয়া খারেজীয়া শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরন শিবির আয়োজন করা হয়।
পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওই সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের উদ্যোক্তা সাইফুল আলম।
পাশাপাশি এদিন একটি স্থানীয় এলাকার মাদ্রাসা কর্তৃপক্ষকেও বিভিন্নভাবে সহযোগিতা করা হয় এ হান্নান চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। ওই সংস্থার কর্ণধার আব্দুল হান্নান জানিয়েছেন, শীতের মরশুম শুরু হতেই এদিন দুঃস্থ মানুষদের কম্বল বিলি করা হয়েছে।
পাশাপাশি একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ১০০ জনেরও রক্তদান করেন ৩৫০ জনকে কম্বল বিতরণ করা যা সমাজে সম্প্রীতি ও মানবতার বার্তা বহন করবে।
আনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈষা খান চৌধুরী, কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান, মেধা ফাউন্ডেশনের সম্পাদক সমাজকর্মী শুভঙ্কর সরকার , প্রাক্তন শিক্ষক ও মাদ্রাসার পরিচালক আলহাজ্ব আব্দুল ওয়াহাব, রক্তদান অনুষ্ঠান সম্পাদক সাইফুল আলম সহ বিভিন্নস্তরের মানুষ।