|
---|
দুশারী ক্লাবের বর্ষবরনে অভিনব উদ্যোগ
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট- বছরের প্রথম দিন তথা কল্পতরু উৎসব উপলক্ষ্যে বালুরঘাটে দিশারী ক্লাব ১৫০ জন দরিদ্র কে শীত বস্ত্র প্রদানের মধ্যে দিয়ে পালন করল। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মান জানাতে ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট জবের পরিবর্তে প্রতিষ্ঠাতা সদস্যদের হাত দিয়েই এই বস্ত্র দরিদ্র মানুষদের হাতে তুলে দেওয়া হয়।শুধু তাই নয় ক্লাবের পক্ষ থেকে এই সমস্ত বস্ত্র প্রাপক দের জন্য ছিল দ্বিপ্রাহরিক আহারের ব্যাবস্থা। মেনুতে ছিল ভাত,ডাল সব্জী, দই,মিষ্টি। এই বিষয়ে ক্লাব সম্পাদক তুহিন শুভ্র মন্ডল বলেন প্রতি বছর আমরা দরিদ্র নারায়ন সেবায় তথা কলতরু উৎসব পালনের উদ্দেশ্যে এই অনুষ্ঠান করে থাকি। আশা করি আগামী দিনেও একই ভাবে আমরা এই দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত থাকবো।