এলাকার ক্লাব ও খেলোয়াড়দের সব সময় পাশে আছেন, রাজনগরে বললেন সভাধিপতি কাজল শেখ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    এলাকার ক্লাব ও খেলোয়াড়দের সব সময় তিনি পাশে আছেন, রাজনগরে একটি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

    রাজনগরে খোদাইবাগ গ্রামে পাঁচ দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে মাসুম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। স্থানীয় ব্যবসায়ী তথা সমাজসেবী শেখ হাবলের স্মৃতিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। রাজনগর সহ আশেপাশের বিভিন্ন স্থানের ১৬ টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে উইনার টিমকে ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা ও রানার্স টিমকে ট্রফি সহ ৭৫ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। বুধবার এই ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।
    এদিন মাঠে ফিটে কেটে ও পায়ে বল মেরে এই টুর্নামেন্টের একটি খেলার সূচনা করেন জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ ও রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।
    এ ধরনের টুর্নামেন্ট এই প্রত্যন্ত এলাকায় অনুষ্ঠিত হওয়ায় তিনি উদ্যোক্তাদের ভুয়সি প্রশংসা করেন।
    কাজল শেখ বলেন গ্রাম বাংলার বর্তমান যুব সম্প্রদায় মোবাইলে ব্যস্ত। লাগাতার মোবাইল ব্যবহারে শুধু মানসিক নয় শারীরিক দিক দিয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমান যুব সম্প্রদায়। মোবাইল ছেড়ে খেলার মাঠে আসতে হবে। তাতে শরীর ও মন উভয়ই ভালো থাকবে। এতে যুব সম্প্রদায় উজ্জীবিত হয়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণ সাধন হবে বলে মন্তব্য কাজলের ।
    এই ফুটবল টুর্নামেন্ট চারিদিকে আরও বেশি বেশি করে হোক এবং গ্রাম-বাংলার যেসব খেলা গুলি এখন হারিয়ে যেতে বসেছে , যেমন খো-খো, কাবাডি এসব খেলাগুলিও ফুটবল ক্রিকেটের পাশাপাশি করাতে হবে।
    পাশাপাশি বর্তমান রাজ্য সরকার খেলাধুলার মান উন্নত করার জন্য সাধ্যমত চেষ্টা করে চলেছে। যেসব ক্লাবগুলি খেলাধুলা করানোয় আগ্রহী সেসব ক্লাবগুলিকে মমতা সরকার অনুদান দিয়ে চলেছে। খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের আওতায় এনেছেন। এলাকার খেলাধুলার সার্বিক উন্নয়নের জন্য তিনি সবসময় ক্লাব ও খেলোয়াড়দের পাশে রয়েছেন, তার তরফ থেকে যতটুকু সাহায্য করার তিনি সব সময় যথাসাধ্য চেষ্টা করে যাবেন, বললেন কাজল শেখ।
    এই টুর্নামেন্ট যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখার জন্য উদ্যোক্তাদের তথা স্থানীয় সকলের প্রতি আহ্বান জানান কাজল শেখ।
    এদিন জেলা পরিষদ সভাধিপতি ও পূর্ত কর্মাধক্ষ্য ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজনেরা।