তামান্না হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর ঘোষিত খেলা দিবস উদযাপন

সামসুর রহমান, উস্থি: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষনা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভিন্ন রাজ্যেও ‘খেলা দিবসʼ অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে । তেমনি মগরাহাট পশ্চিমের প্রাণকেন্দ্র অর্থাৎ উস্থি বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত উস্থি কে সি পি এম হাই স্কুল মাঠে ‘খেলা দিবসʼ অনুষ্ঠানের সূচনা হয় । তারা ১৭ ও ১৮ ই আগস্ট দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান করবে বলে যানা যায় । উক্ত অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয় ক্রীড়াপ্রেমিক ও বিশিষ্ট সমাজসেবক তথা উস্থি তামান্না হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির কর্নধর আখতার হোসেন খোকন মহাশয়ের মাধ্যমে । অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিশিষ্ট শিক্ষক নিতাই বাবু,সমাজসেবক আবুল হাসান সাহেব, আবুল কাশেম সাহেব ও একাধিক ক্রীড়াবিদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

    প্রতিটি ম্যাচ খুবই আকর্ষণীয় ছিল ।এদিন আট দলের খেলা হয় তন্মধ্যে চারটি দল কোয়ালিফাইং করে এবং আগামী কাল সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা হয় । এই অনুষ্ঠানটি সম্পূর্ণ পরিচালিত হয় উস্থি তামান্না হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি কতৃক ।

    এদিন এই সংগঠনটির কর্নধর বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ আমাদের প্রিয় দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর ঘোষণা অনুযায়ী খেলা দিবসকে মাথায় রেখে আমাদের এই ছোট্ট উদ্যোগ। দিনে আমরা প্রত্যেকেই সংঘবদ্ধ হয়ে প্রতিটি ক্লাব বা সংগঠন খেলাধুলার উপর গুরুত্ব দেব।