জাটুয়ার সমর্থনে শিরাকোল মহাবিদ্যালয়ের তৃনমূল ছাত্র পরিষদের মিছিল ও পথসভা

 

    গতকাল ২২ এপ্রিল, মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সমর্থনে শিরাকোল মহাবিদ্যালয়ের তৃনমূল ছাত্র পরিষদের কনভেনার আব্দুল রহিম মোল্লা (ভুলু) র উদ্যোগে এবং তৃনমূল ছাত্র পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি অমিত সাহার উপস্থিতিতে, মহাবিদ্যালয়ের চারশোর‌ও বেশি ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
    মিছিল শেষের পথসভায় দিল্লি থেকে বিজেপি বদলের আহ্বান জানান অমিত সাহা। মগরাহাট পশ্চিম বিধানসভা থেকে জাটুয়াকে ৫০ হাজার মার্জিনে লিড দেয়ার প্রতিজ্ঞা করতে বলেন আব্দুল রহিম মোল্লা ভুলু।
    ছবিঃ জিসান আলি সেখ।