উত্তরকাশীতে পথদুর্ঘটনায় মৃত 5 বাঙালি পর্যটকের দেহ রাজ্যে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: উত্তরকাশীতে পথদুর্ঘটনায় মৃত 5 বাঙালি পর্যটকের – মদনমোহন ভুঁইয়া (৫৩), ঝুমুর ভুঁইয়া (৪৮), নীলেশ ভুঁইয়া(২১), প্রদীপ দাস (৪৭) ও দেবমাল্য দেবনাথ (৪৩) – দেহ রাজ্যে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    বৃহস্পতিবার সকালে টুইটে মুখ্যমন্ত্রী লেখেন “পাঁচ পর্যটকের দেহ বুধবার রাতে হৃষিকেশের এইমসে রাখা হয়। নিহতদের পরিজনেরা দেহ নিয়ে আসার জন্য দিল্লি থেকে হৃষিকেশে যাবেন। সেখান থেকে মরদেহ ফেরত নিয়ে আসা হবে বাংলায়।” দেহ ফেরত নিয়ে আসার ক্ষেত্রে সমস্তরকম সহযোগিতার নির্দেশ দেন তিনি।