১০০ দিনের কাজের বকেয়া না মেটানোয় কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, পশ্চিম মেদিনীপুর: “গরিব মানুষের টাকা আটকে রাখা ঠিক না। তাঁরা খাবে কী? কেন্দ্র টাকা না দিলেও এই মানুষগুলোর পাওনা মেটাতে হবে” মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে ১০০ দিনের কাজের বকেয়া না মেটানোয় এদিন কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    সমস্যার সমাধান করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বাধীন কমিটি তৈরির নির্দেশ দেন তিনি। এর সাথে পূর্ত, সেচ, কৃষি, পশুপালন এবং পঞ্চায়েত দপ্তরের বরাদ্দ অর্থের একাংশ নিয়ে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’ তৈরির কথা বলেন তিনি। উল্লেখ্য, দপ্তরগুলির নন-টেকনিক্যাল কাজগুলি করা হবে ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে। আর এই দপ্তরগুলির শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে ১০০ দিনের কাজের কর্মীদের।