মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আবার নয়াদিল্লি সফরে সেপ্টেম্বর মাসে

নতুন গতি ওয়েব ডেস্ক: কথা দিয়েছিলেন দু’‌মাস অন্তর নয়াদিল্লি আসবেন। সেই কথা অনুযায়ী সেপ্টেম্বর মাসে আবার নয়াদিল্লি সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কনস্টিটিউশন ক্লাবে কিষান কনভেনশন করতে পারেন বলে সূত্রের খবর। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন জানান, আগামী সেপ্টেম্বর মাসে সম্ভবত আবার দিল্লি আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে এবং কৃষক নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসতে পারেন। তাই বলা হচ্ছে ‘‌কিষান কনভেনশন’‌।

    দ্বিতীয়বার নয়াদিল্লি সফরে কোনও চমক থাকছে?‌ উত্তরে দোলা সেন জানান, এবার নয়াদিল্লিতে এলে মুখ্যমন্ত্রী যেতে পারেন গাজীপুর, টিকরি বর্ডার এবং যন্তর মন্তরে। সেখানেই আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলতে চান তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলগুলির জোট বাঁধতে শুরু করেছেন। জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লি ঘুরে গিয়েছেন তিনি। আবার আসছেন সেপ্টেম্বর মাসে।

    আর কী কী ঘটতে পারে?‌ সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর কৃষক আন্দোলন এবং কৃষির জন্য লড়াইয়ের কথা গোটা দেশ জানে। সিঙ্গুর আন্দোলন বিশ্বে সাড়া ফেলেছিল। আন্দোলন–লড়াইয়ের মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হয়ে উঠেছেন। কয়েকদিন আগে কলকাতায় নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন সংযুক্ত কিষান মোর্চার সভাপতি রাকেশ তিকাইত। তাঁদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পরবর্তী নয়াদিল্লি সফরে এসে কৃষক সমাবেশের আয়োজন করবেন তিনি।’‌

    উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় আসার পর নয়াদিল্লি সফরে এসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও দেখা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথ, আনন্দ শর্মা, অভিষেক মনু সিংভির সঙ্গে। টেলিফোনে কথা বলেছেন লালুপ্রসাদ যাদব এবং শরদ পাওয়ারের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন ডিএমকে নেত্রী কানিমোঝি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিচরণ ক্ষেত্র হয়েছিল শাবানা আজমি, জাভেদ আখতারের বাড়িও।