DVC-র জলে বন্যা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন গতি ওয়েব ডেস্ক: দক্ষিণবঙ্গে ক্রমশ জটিল আকার ধারণ করছে বন্যাপরিস্থিতি। এই অবস্থায় দামোদর উপত্যকা কর্তৃপক্ষকে জল ছাড়ায় রাশ টানতে অনুরোধ করে চিঠি দিল রাজ্য সরকার। বুধবারই মুখ্যমন্ত্রী দাবি করেন, এই বন্যা ম্যান মেড। DVC জল ছাড়াতেই বানভাসি হয়েছে একাধিক জেলা।

    বন্যা পরিস্থিতির কথা জানিয়ে বুধবার প্রধানমন্ত্রীকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন তিনি। তার পরই DVC-কে চিঠি দিয়েছে রাজ্য সেচ দফতর। চিঠিতে অনুরোধ করা হয়েছে আগামী ৩ – ৪ দিন যেন জল না ছাড়ে DVC.

    সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, বুধবারও পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ৪০ হাজার কিউসেক বেগে জল ছাড়া হয়েছে। জল ছাড়া বন্ধ না করলে বন্যা পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।

    ওদিকে DVC-র তরফে জানানো হয়েছে, জল ছাড়া হয়েছে রাজ্য সরকারের প্রতিনিধির লিখিত অনুমতি নিয়েই। আর ছোটনাগপুরের মালভূমিতে বৃষ্টি হলে জল ছাড়তে হবেই। নইলে বাঁধের বড়সড় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আরও বড় বিপর্যয়ের সম্ভাবনা থাকবে। তখন দায়ী করা হবে DVC-কেই।

    এদিন DVC-র জলে বন্যা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।