মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিনের উত্তরবঙ্গ সফর

নতুন গতি নিউজ ডেস্ক: প্রায় একবছর পর উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে আসছেন। টানা চারদিন তিনি শিলিগুড়িতে উত্তরকন্যা লাগোয়া সরকারি অতিথি নিবাসে থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠক করবেন। ৯ সেপ্টেম্বর ফিরে যাবেন কলকাতা।

    গত বছর ২৯ সেপ্টেম্বর তিনি শিলিগুড়িতে এসেছিলেন প্রশাসনিক বৈঠক করতে। তারপর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এলেও সেটা ছিল বিধানসভার নির্বাচনী প্রচার। এ বারও করোনার দ্বিতীয় ঢেউ সামলে গোটা রাজ্যই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। তার আগে প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

    তাঁর তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য নতুন কোনও প্রকল্প ঘোষণা করেন কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে বিরোধী দলের নেতারাও। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি উত্তরবঙ্গের জন্য বেশ কয়েকটি প্রকল্পের ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব জমা দেবেন।

    প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি পর্বে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। একদিন দার্জিলিং ও কালিম্পং জেলাকে নিয়ে। পরদিন ডাকা হবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তাদের। কোচবিহারের প্রশাসনিক কর্তারাও বৈঠকে ডাক পাবেন। ফেরার দিন মুখ্যমন্ত্রী একটি ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের সূচনাও করতে পারেন। সে জন্য উত্তরকন্যা লাগোয়া ফুলবাড়ির কাঞ্চনবাড়ি এলাকায় একটি মঞ্চও তৈরি করা হচ্ছে। পাহাড়ের নেতারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে।