|
---|
নতুন গতি ওয়েবডেস্ক: বদল হল মুখ্যমন্ত্রীর সাগর সফরের কর্মসূচির। বুধবার সাগরে আসার কথা ছিল তাঁর। তবে আবহাওয়া দপ্তরের বৃষ্টি হওয়ার। সতর্কতা জারি করার পরেই, বদল হল মমতা ব্যানার্জির গঙ্গাসাগর সফরসূচি বদলে ফেলা হল। কোনও ঝুঁকি নিয়ে সাগরসফর করতে চায়না নবান্ন। সেজন্য একদিন আগেই পৌছাছেন তিনি। পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসেন শুধু এ রাজ্যের নয়, ভিন রাজ্যের বাসিন্দারাও। আসেন সাধু, সন্ন্যাসীরা। কোভিড আবহে এই মেলার আয়োজন বড় চ্যালেঞ্জ। সেসবই গিয়ে খতিয়ে দেখবেন মমতা। এসই সঙ্গে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন। তিনদিনের সফরে প্রশাসনিক বৈঠকও রয়েছে তাঁর। বুধবার যাওয়ার কথা ছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। সে কারণেই এক দিন আগে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন গঙ্গাসাগর।