|
---|
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ৮ জুন সকল ধর্মস্থান খুলার কথা যদিও মসজিদ খোলার পক্ষে নয় বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন
নতুন গতি ওয়েব ডেস্ক: গত কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগামী ৮ জুন থেকে সকল ধর্ম স্থান খুলে উপাসনা করতে পারবেন।মন্দির, মসজিদ, গির্জা।
যদিও মসজিদ খোলার পক্ষে নয় বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন পক্ষ থেকে।
যদিও কেন্দ্রীয় সরকার খোলার পক্ষে ঘোষণা দেয়।
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া বলেন মুখ্যমন্ত্রী ধর্ম স্থান খুলার কথা ঘোষণা করেছেন সেই বিষয়ে আমাদের কাছে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে পারিনি।
সরকার বললেও এখনি আমরা মসজিদ খোলার পক্ষে নয় ,আমি সকল ইমাম ও মোয়াজ্জিন দের কাছে অনুরোধ করবো যাতে করে এখনি মসজিদের দরজা খুলে না দেওয়া হয়।কারণ পরিস্থিতি এখনও ভালো হয় নি।এখন যেমন বাড়িতে থেকে পার্থনা করছে। সেই রকম পার্থনা করুন বাড়িতে থেকে।
এক মাস মসজিদ না খুললে কোনো ক্ষতি হবে না ।