|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…..*. সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জেনে শুক্রবার সকালে মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের কৃতি ছাত্রী তিতলি খাতুনের বাড়িতে গেলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। তিনি তিতলিকে শুভেচ্ছা জানান,আগামীদিনে আরও সাফল্য কামনা করেন, পাশাপাশি তিতলির বই কেনার ব্যপারে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের ছাত্রী, রাজারবাগান গ্রামের বাসিন্দা তিতলি খাতুন এবারের মাধ্যমিকে সবকটি বিষয়ে লেটার্স মার্কস নিয়ে ৬১৬ পেয়েছে। তিতলির ইচ্ছা বিজ্ঞান বিভাগে পড়ে ডাক্তার হওয়া।তিতলির বাবা রসুল খাঁন কৃষক, মা আফিফা বিবি গৃহবধু। দু-ভাই বোনের মধ্যে তিতলি ছোট। বিজ্ঞান বিভাগে পড়া এবং পরবর্তী কালে উচ্চ-শিক্ষার খরচ নিয়ে চিন্তায় রয়েছে পরিবার। এই খবর সংবাদ মাধ্যম প্রকাশিত হয়। সংবাদমাধ্যমে বিষয়টি জেনে, সংবাদমাধ্যম সূত্রে বিদ্যালয়ের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার সাথে যোগাযোগ করে এদিন সকালে তিতলির বাড়িতে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল। এদিন তিতলিদের রাজারবাগান গ্রামের বাড়িতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষাকর্মী আজিম খালি খাঁন, পরিচালন সমিতির সদস্য ফকির আলি খাঁন প্রমুখ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বাড়িতে এসে তাঁদের বাড়ির মেয়ে শুভেচ্ছা জানানোয় খুশি তিতলির পরিবার।